খুলনা | শুক্রবার | ১২ ডিসেম্বর ২০২৫ | ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

সীসা দূষণ সচেতনতা কার্যক্রমে শিশু ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

তথ্য বিবরণী |
১২:৪১ এ.এম | ১২ ডিসেম্বর ২০২৫


‘শেয়ারিং লেড রেমেডিয়েশন আউটকামস: এঙ্গেজিং কমিউনিটিজ এ্যান্ড স্টেকহোল্ডারস ফর অ্যালেড-ফ্রি ফিউচার’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান বৃহস্পতিবার খুলনা লবণচরা সোসাইটি অফ সোশ্যাল রিফর্ম (এসএসআর) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 
খুলনা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তৃতা করেন এস এস আর স্কুলের অধ্যক্ষ সাদিকুজ্জামান, পিওর আর্থের সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার ড. গর্ডন কে, বিনখোর্স্ট, খুলনা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার, স্বাস্থ্য দপ্তরের সহকারী প্রধান মোঃ জোবায়ের হোসেন। সীসা প্রতিকারের ফলাফল শিশু, স¤প্রদায় এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সীসামুক্ত ভবিষ্যৎ নিশ্চিতকরণের ওপর কি-নোট পেপার উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ আতিকুল ইসলাম ও পিওর আর্থের প্রোগ্রাম ম্যানেজার আফতাব উজ জামান। স্বাগত বক্তৃতা করেন পিওর আর্থের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাস।
অনুষ্ঠানে প্রায় তিনশ’ শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এসএসআর স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পিওর আর্থ (Pure Earth) বাংলাদেশ এই অনুষ্ঠানটি আয়োজন করে। ফরাসি সরকারের ফ্রেঞ্চ ফ্যাসিলিটিফর গ্লোবাল এনভায়রনমেন্ট (FFEM) এর অর্থায়নে ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর দ্যা রিডাকশন অব লেড কন্টামিনেশন ইন বাংলাদেশ-এফএফএম প্রজেক্ট’।
 

্রিন্ট

আরও সংবদ