খুলনা | শুক্রবার | ১২ ডিসেম্বর ২০২৫ | ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

মোল্লাহাটে কাভার্ড ভ্যানের চাপায় ইটভাটা শ্রমিক নিহত

মোল্লাহাট প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ১২ ডিসেম্বর ২০২৫


বাগেরহাটের মোল্লাহাটে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর (৫৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মোল্লাহাট মধুমতি নদীর আবুল খায়ের সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুরের বাড়ি উপজেলার গিরিশনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শী এক ভ্যান চালকের বরাত দিয়ে স্থানীয়রা জানান প্রতিদিনের মতো ঠাকুর ভোরে বাইসাইকেল ঠেলে কর্মস্থলের উদ্দেশ্যে সেতুর ওপরে উঠছিলেন। এ সময় গোপালগঞ্জের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হঠাৎ নিজের লেন ছেড়ে সম্পূর্ণ বিপরীত লেনে উঠে তাকে চাপা দেয়। পরে দ্রুতগতিতে দুর্ঘটনাস্থল ত্যাগ করে খুলনার দিকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন চালক হয়তো ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে তার হুশ ফিরে আসে এবং তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাস্থলেই ঠাকুর মারা যান। ঠাকুর দীর্ঘদিন ধরে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো আজও তিনি কাজে যাওয়ার পথে প্রাণ হারালেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক কাভার্ডভ্যান শনাক্তের চেষ্টা করছে বলে জানা গেছে। মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছেন, তবে ঘাতক গাড়ির তথ্য পাননি বলে জানান তিনি।

 

্রিন্ট

আরও সংবদ