খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

৬নং কয়রায় পথসভায় মাওলানা আজাদ

উপকূলীয় মানুষের জীবন জীবিকা রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ করা হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ১২ ডিসেম্বর ২০২৫


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ নিজ গ্রাম গুড়িয়াবাড়ী জুনিয়র মোড়ে অনুষ্ঠিত পথসভায় কয়রার সামগ্রিক উন্নয়নে বিস্তারিত রূপরেখা উপস্থাপন করেন। তিনি বলেন, “উপকূলীয় মানুষের জীবন জীবিকা রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ, আধুনিক কৃষি ও মৎস্য ব্যবস্থাপনা, শিক্ষার প্রসার এবং সুশাসন প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ কয়রা-পাইকগাছাকে একটি উন্নত ও নিরাপদ অঞ্চলে রূপান্তরিত করা সম্ভব।
এ সময় কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের কয়রা দক্ষিণ থানার সাথী শাখার সভাপতি আসমাতুল্লাহ আল গালিব, উত্তর থানার সাথী শাখার সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, কয়রা সদর ইউনিয়নের আমীর গাজী মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাকিম বিল্লাহ, বায়তুলমাল সেক্রেটারি মাকছুদুর রহমান ফকির, ৯নং ওয়ার্ড সভাপতি আজীজ মোল্লা, সেক্রেটারি রজব আলী, বায়তুলমাল সেক্রেটারি মোস্তাজিবুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ