খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

ফুলতলায় অবৈধ ৬ ইট ভাটায় অভিযান : ১৯ লাখ টাকা জরিমানা

ফুলতলা প্রতিনিধি |
০২:০৪ এ.এম | ১২ ডিসেম্বর ২০২৫


পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে ফুলতলায় ৬টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা আদায় এবং কিলন ও কাঁচা ইট নষ্ট করেছে। এর মধ্যে ফুলতলা উপজেলার দক্ষিণ গিলাতলার হোসেন ব্রিকসকে ৪ লাখ টাকা, আলকা গ্রামে বেস্ট ব্রিকসকে ২ লাখ টাকা, মশিয়ালী খানজাহান আলী ব্রিকসকে ১ লাখ টাকা, আলকা গ্রামস্থ সুপার ব্রিকসকে ৪ লাখ টাকা, নিউ সুপার ব্রিকসকে ৪ লাখ এবং আলকা চৌদ্দ মাইলে ইউনাইটেড ব্রিকসকে ৪ লাখ টাকা (মোট ১৯ লাখ) জরিমানা ধার্য এবং আদায় করা হয়। এছাড়া ভেকু মেশিন দিয়ে কিলন আংশিক ভাঙ্গা এবং ট্রাক্টর দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়। এছাড়া অবৈধ ভাটার মালিকেরা অবৈধ ভাটা পরিচালনা করবে না বলে মুচলেকা দেন। 
এ সময় পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক মোঃ আসিফুর রহমান, পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক আসিফ আলম, মোবাইল কোর্টের প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, পরিদর্শক রাজীব কুমার বাইন এবং র‌্যাব-৬, জেলা পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ