খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

রূপসায় আজিজুল বারী হেলাল

বিএনপি কখনোই সনাতনী সম্প্রদায়ের ওপর নির্যাতন মেনে নেবে না

রূপসা প্রতিনিধি |
০২:১১ এ.এম | ১২ ডিসেম্বর ২০২৫


খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন বিএনপি ক্ষমতায় এলে সনাতনী স¤প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই সমান অধিকারের নাগরিক। বিএনপি কখনোই সনাতনী  স¤প্রদায়ের ওপর নির্যাতন মেনে না। 
তিনি বলেন, বিগত সময়ে যে দুঃসময় সনাতনী স¤প্রদায়ের ওপর নেমে এসেছিল বিএনপি ক্ষমতায় এলে সেই পুনরাবৃত্তি আর কোনোদিন হতে দেওয়া হবে না। মন্দির, আশ্রম ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং সা¤প্রদায়িক স¤প্রীতিকে ক্ষতিগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।  
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে উপজেলার পানি সংকট দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, এবং নাগরিক সুবিধা বৃদ্ধিকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। তিনি প্রতিশ্রুতি দেন উপজেলার প্রতিটি মানুষ যেন নিরাপদে, ভয়-শঙ্কাহীন ভাবে চলাফেরা করতে পারে, সে জন্য চাঁদাবাজ-মুক্ত ও সুশাসন প্রতিষ্ঠিত একটি শান্তিপূর্ণ উপজেলা গড়ে তোলা হবে তার প্রধান লক্ষ্য।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘাটভোগ ইউনিয়নের ডোবা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রূপসা উপজেলার সনাতনী সমাজ আয়োজিত সনাতনী, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের  সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথ, খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি উজ্জল কুমার সাহা, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক তিলক কুদীর বটতলা শ্মশানকালী মন্দিরের সভাপতি বিকাশ মিত্র, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, রূপসা থানা পূজা ফ্রন্টের সভাপতি রাজু কুমার দাস। সভায় সভাপতিত্ব করেন আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নির্মল চন্দ্র সরদার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন রূপসা পূজা উদযাপন সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য মহিতোষ ভট্টাচার্য, শিক্ষক রাজীব মহলী।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হিল্লোল মুখার্জী, ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস, গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র শিকদার, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধূমঙ্গল মল্লিক, প্রধান শিক্ষক অশোক কুমার মজুমদার, যশোমন্ত ধর। বক্তৃতা করেন পূজা পরিষদ নেতা লিটন বিশ্বাস খোকন, এড. মনিশংকর নাগ, গোপাল চন্দ্র মন্ডল, মনোরঞ্জন দাস, তপন কুমার বিশ্বাস, পূর্ণেন্দু মন্ডল, প্রান গোপাল বিশ্বাস, রাধাকান্ত শিকদার, সাগর দাস সঞ্জীত, আশিষ রায়, শিক্ষক নৃপেন্দ্রনাথ রায়, বাসুদেব পাল,  নিখিল মল্লিক, শান্তিরাম মন্ডল, রমেশ দাস, গোবিন্দ বিশ্বাস, বিধান পোদ্দার, মহানন্দ বিশ্বাস, লিটন মল্লিক প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ