খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

ডুমুরিয়ার বিভিন্ন স্থানে গণসংযোগকালে পরওয়ার

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ১২ ডিসেম্বর ২০২৫


জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক আখ্যা দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অবাদ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া একটা বড় চ্যালেঞ্জ।  তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন,  অবাধ, গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের  জন্য সকল দলের সম অধিকার নিশ্চিতে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আর এ দায়িত্ব প্রশাসনের। কোন কোন কর্মকর্তা বিশেষ দলের প্রার্থীদের বেশি সুযোগ দিবে এমন প্রত্যাশা নয়। সকলকে সম অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, তফসিল ঘোষণার পর, সকল কর্মকর্তা নির্বাচন কমিশনের অধীনে চলে আসে। সে জন্য কোনো দলের বিশেষ প্রার্থীকে বিজয়ী  করতে  প্রশাসনের কর্তা ব্যক্তিরা সুযোগ দিবেন এমন প্রত্যাশা নয়। তবে পিয়ার ও পাঁচ দফার যে আন্দোলনে রয়েছে আন্দোলনরত ৮টি দল। তারা দেশ ও জাতির কথা বিবেচনায় নিয়ে এই আন্দোলনের মাধ্যমে কোন সংঘাত রক্তপাত হোক সেটা চাইনা। সে জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলে সকলকে নিয়ে সরকার গঠনের মাধ্যমে এই দাবি বাস্তবায়ন করা হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা-৫ আসনের জিরোপয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
এরআগে দুপুরে ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া আজিজুর ইসলামের আল্লারদান ইট ভাটায় মালিক শ্রমিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ইটভাটা মালিক সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আবদুল লতিফ জমাদ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলার আমীর মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান ও গাজী সাইফুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ওমর আলী, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু সাঈদ আহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আবদুল কাইয়ুম জমাদ্দার, ইসলামী আন্দোলন নেতা মুফতি আবদুস সালাম ও মুফতি মাহবুবুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন সরদার, সহ-সম্পাদক আজিজুল ইসলাম মোড়ল, ভাটা মালিক আমিন উদ্দিন, বাহার উদ্দিন বাহার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস, জামায়াত নেতা আমানুল্লাহ, শ্রমিক নেতা মাহমুদ আলম, জামায়াত নেতা শেখ মোসলেম উদ্দিন, মাওলানা মতিউর রহমান, হাফেজ মঈন উদদীন, আবুল হোসেন, ওহিদুল ইসলাম খান, সোহরাব হোসেন, ছাত্রশিবির নেতা সামিদুল হাসান লিমন প্রমুখ।
এর আগে সকাল ১১টায় কাঁঠালতলা বাজারে জনসংযোগ ও মঠবাড়ীয়া কওমি মাদরাসা শিক্ষক মন্ডলী, ছাত্র ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

্রিন্ট

আরও সংবদ