খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ১৩ ডিসেম্বর ২০২৫


ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল শুক্রবার রাত ৮টায় নগরীর শিববাড়ি মোড়ে মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল শিববাড়ি থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিববাড়ি মোড়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক মহানগর সভাপতি ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী। বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা জামায়াতের আমীর জিএম শহীদুল ইসলাম, খালিশপুর থানা জামায়াতের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হরিনটানা থানা জামায়াতের আমীর আব্দুল গফুর, সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সেক্রেটারি ডাঃ সাইফুজ্জামান।
নগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক ইসরাফিল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ সালেহীন, এস এম বেলাল হোসেন, কামরুল হাসান, আব্দুর রশিদ, ইমরানুল হক, সেলিম হোসেন, গোলাম মুয়িজ্জু, হাফেজ মুজাহিদুল হক, জে আই সাবিত, আদনান মলি­ক যুবরাজ, সুলাইমান আবিদ ও নাঈম হোসাইন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ