খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২১ এ.এম | ১৩ ডিসেম্বর ২০২৫


সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নে  নৈকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ স্পৃষ্টে নিহত মেহেদী হাসান সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় জুম্মার নামাজে যাওয়ার পথে পাশের মৎস্য ঘেরে পানি সেচের কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক মোটর দেখতে যান তিনি। এ সময় মোটরটিতে পূর্ব থেকেই বিদ্যুৎ প্রবাহিত থাকায় স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

্রিন্ট

আরও সংবদ