খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত গাজা ১০ জনের বেশি নিহত

খবর প্রতিবেদন |
০১:১৬ এ.এম | ১৩ ডিসেম্বর ২০২৫


ক্রমাগত ইসরাইলি আগ্রাসনের মধ্যে এবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা। উপত্যকার কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টায় বায়রন ঝড়ে ১০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুও রয়েছে। তীব্র বৃষ্টিপাতে বহু শরণার্থী শিবির ভেসে গেছে। ঝড়ে উড়ে গেছে তাঁবু। শীতের মধ্যে এমন প্রাকৃতিক দুর্যোগে গাজাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ খবর দিয়েছে আল জাজিরা।  
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় ঝড় ও ভূমি ধসে অনেক তাঁবু হুমকির মুখে পড়েছে। এসব এলাকায় অন্তত ৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষ ৭৬১টি সাইটে আশ্রিত আছে। এছাড়া উপকূলীয় এলাকায় সবাই ঝুঁকিতে রয়েছে। 
টানা যুদ্ধ ও বাস্তুচ্যুতির মধ্যে থাকা অসহায় ফিলিস্তিনিদের দুর্যোগ মোকাবিলার মতো কোনো প্রস্তুতি বা সামর্থ্য নেই। টানা দুই বছরেরও বেশি সময় ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা পরিবারগুলো এখন মারাত্মক বিপদের মধ্যে রয়েছে। গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে শুক্রবার সকালেই তীব্র ঠান্ডায় এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৭০ হাজার ৩৬৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৬৯ জন আহত হয়েছেন।

্রিন্ট

আরও সংবদ