খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

সাতক্ষীরা জজ কোর্টে সাবেক পিপি এড. লতিফ ও তার ছেলে রাসেল আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৩৮ এ.এম | ১৩ ডিসেম্বর ২০২৫


সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি, আওয়ামী লীগ নেতা এড. আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে আটক করেছে ডিবি পুলিশ। সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার পাঁচতলা বাড়ি ফ্লাট আকারে উকিল কমিশন করে বিক্রিকালে সকালে খুলনার বয়রা এলাকা থেকে তাদের আটক করা হয়। 
এড. আব্দুল লতিফ (৫৮)  ও তার ছেলে রাসেল (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের বসিন্দা। শহরের রসুলপুর এলাকায় তাদের পাঁচতলা একটি আলিশান বাড়ি রয়েছে। বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা বাবা- ছেলে পালিয়ে খুলনায় গিয়ে বয়রা এলাকায় একটি বাড়িতে বসবাস করতেন। স¤প্রতি তারা সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার পাঁচতলা বাড়িটি ফ্লাট আকারে বিক্রি শুরু করেন। কিন্তু রেজিস্ট্রি করার জন্য সাতক্ষীরায় আসতে না পেরে উকিল কমিশন করে সাব রেজিস্ট্রারকে খুলনার বয়রায় নিয়ে ফ্লাট রেজিস্ট্রি করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) একটি দল খুলনার বয়রা এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে গ্রেফতার করে। পরে তাদেরকে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আব্দুল লফিতের নামে চাঁদাবাজি ও হত্যাসহ প্রায় ডজনখানে মামলা রয়েছে বলে জানান গেছে।
সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ নিজামউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন ডিবি হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবিষয় পরবর্তিতে প্রেসব্রিফিং কওে বিস্তারিত জানানো হবে। 

্রিন্ট

আরও সংবদ