খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘বিজ্ঞানী মিজানের’ আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি |
০১:৩৯ এ.এম | ১৩ ডিসেম্বর ২০২৫


যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত এক কয়েদি আত্মহত্যা করেছেন। নিহত মিজানুর রহমান ওরফে ‘বিজ্ঞানী মিজান’ (৫৫) শার্শা থানার (নং ০৭, তারিখ ২১/০৮/২০০৪, জিআর নং ৬৪৩/০৪ এবং এসসি নং ৫৮৯/০৬ এর ৩০২/৩৪ ধারা) হত্যা মামলায় দন্ডিত ছিলেন। নিহতের গ্রামের বাড়ি শার্শা উপজেলার আমতলা গাতিপাড়া গ্রামে। তাঁর পিতার নাম মোঃ আক্কাস আলী।
কারা সূত্র জানায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কারাগারের অভ্যন্তরের কার্পেট তৈরির ঘরে এ ঘটনা ঘটে। সবার অগোচরে মিজানুর রহমান ঘরের এ্যাংগেলের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে কারারক্ষীরা তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।
জানা যায় ২০২৪ সালের ২৪ জুলাই যশোরের তিরিক্ত দায়রা জজ, ২য় আদালত তাঁকে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছিলেন। ঘটনার পর কারা কর্তৃপক্ষ নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করেছে। নিয়ম অনুযায়ী তাদের উপস্থিতিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে কারা সূত্র জানিয়েছে।
মিজানুর রহমান ছিলেন একজন স্বশিক্ষিত উদ্ভাবক, যিনি কোনো প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা না থাকা সত্তে¡ও মেধা ও শ্রম দিয়ে ডিজিটাল ও যান্ত্রিক বিভিন্ন যন্ত্র তৈরি করে পরিচিতি পেয়েছেন। যেমন ডিজিটাল কাঁচি, অগ্নিনির্বাপক যন্ত্র, স্বয়ংক্রিয় সেচযন্ত্র, পোড়া মবিল থেকে গ্যাস ও তেল তৈরির প্রযুক্তি এবং শিশুদের পানিতে ডুবে যাওয়া রোধে অ্যালার্ম ডিভাইস ইত্যাদি। যা তাঁকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ‘বিজ্ঞানী মিজান’ হিসেবে পরিচিতি এনে দিয়েছে। 

্রিন্ট

আরও সংবদ