খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

দাকোপে বিএনপি’র প্রার্থী এজাজের আগমনে হাজারো নেতাকর্মীর ঢল

খবর বিজ্ঞপ্তি |
০১:৪১ এ.এম | ১৩ ডিসেম্বর ২০২৫


খুলনা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমীর এজাজ খান দাকোপে আগমন উপলক্ষে হাজারো নেতাকর্মীর ঢল নেমে আসে। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বৌমার গাছতলা পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
খুলনা-১ আসনের প্রার্থী আমীর এজাজ খান এসময়ে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভূমিধস বিজয় সম্ভাবনায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী ফ্যাসিবাদ ও স্বাধীনতার বিরোধী চক্র ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী চক্রান্ত করছে। ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে চায় তারা। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে সশস্ত্র সন্ত্রারীরা। হাদীকে হত্যা প্রচেষ্টা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রেরই অংশ। তাই অবিলম্বে অস্ত্রধারী এই সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির জোর দাবি জানিয়েছেন বিএনপি নেতা আমীর এজাজ খান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, চালনা পৌরসভা বিএনপি’র সাবেক আহŸায়ক মোজাফফর হোসেন শেখ, যুগ্ম-আহŸায়ক শেখ শহিদুল ইসলাম, এসএম মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিদুল ইসলাম, কামরুজ্জামান টুকু, হাফিজুর রহমান হাফিজ, বাচ্চু ফকির ও আব্দুর রাজ্জাক শেখ। পথসভায় বক্তৃতার শেষাংশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরীফ ওসমান হাদীর আশু সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন খুলনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান।

্রিন্ট

আরও সংবদ