খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও নির্বাচনী গণসংযোগ

সকলে মিলে কাজ করলে কোন ষড়যন্ত্র রুখতে পারবে না : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ১৩ ডিসেম্বর ২০২৫


খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ঐক্যই শক্তি, ঐক্যই বল, আমরাই হচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী ১২ ফেব্র“য়ারির নির্বাচনে খুলনাসহ দেশের সকল ধানের শীষের প্রার্থীদের জয় নিশ্চিত করতে ঐক্যর কোন বিকল্প নেই। দলের সকল নেতাকর্মী ও দেশের জনগন ঐক্যবদ্ধ ভাবে কাজ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে। সকলে মিলে কাজ করলে কোন ষড়যন্ত্রই আমাদের রুখতে পারবে না। 
গতকাল শুক্রবার তফসিল ঘোষণায় বেলা ১১টায় সোনাডাঙ্গা গোবরচাকা এলাকায় নির্বাচনী গণসংযোগ ও সাধারন মানুষের সঙ্গে সাক্ষাত করেন ধানের শীষের এ প্রার্থী। পরে বাদ আসর ৩১নং ওয়ার্ডে হযরত বেলাল (রাঃ) জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়ায় প্রধান অতিথির ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। ছাত্রদল নেতা মোঃ কামাল হোসেনের সার্বিক সহযোগিতায় দোয়া করেন মসজিদের ইমাম মোঃ ওহিদুজ্জামান শাহিন।  
এ সময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, এইচ এম আসলাম হোসেন, মোহাম্মাদ আলী, শাহাবুদ্দিন আহমেদ, সাখাওয়াত হোসেন, কামরুল আলম খোকন, এড. ওমর ফারুক বনি, মাবুবুর রহমান লিটু, তালেব মোল্লা, সেলিম বড় মিয়া, নাজমুল হোসেন নাসিম, ফিরোজ আহমেদ, মুশফিকুর রহমান অভি, একেএম সেলিম, জাহাঙ্গীর হোসেন, মাসুদ রুমী, মামুনুর রহমান, মতিয়ার রহমান, সাহিদ ইসলাম, শুকুর আলী, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম, কবির হোসেন, জীবন মীর, মামুনুর রহমান রাসেল, নূরুজ্জামান কাজী, সুলতান হাওলাদার, ইয়াকুব পাটোয়ারী, আলাউদ্দিন মিয়া, সোলাইমান হাওলাদার ও রমিজ খান প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ