খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

ভারতে প্রাণ নিয়ে শঙ্কায় মেসি, স্টেডিয়াম ছাড়লেন ২০ মিনিটে

ক্রীড়া প্রতিবেদক |
০২:৩৯ পি.এম | ১৩ ডিসেম্বর ২০২৫

 
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য বড় মঞ্চে খেলেছেন। ভক্তদের উন্মাদনা, বিশাল জনসমাগম; এসব তাঁর কাছে নতুন কিছু নয়। কিন্তু ভারত সফরে এসে একেবারেই ভিন্ন এবং তিক্ত অভিজ্ঞতার মুখে পড়লেন আর্জেন্টাইন মহাতারকা।

কলকাতার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে মেসিকে এক নজর দেখতে হাজির হয়েছিলেন অন্তত এক লাখ দর্শক। সকাল থেকেই স্টেডিয়াম ও আশপাশের এলাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে এত বিপুল সংখ্যক দর্শক সামলাতে পুরোপুরি ব্যর্থ হয় স্থানীয় পুলিশ-প্রশাসন ও আয়োজকরা। এমনটাই জানা যায় ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, ঘটনার সূত্রপাত হয় যখন লিওনেল মেসি মাঠে নামেন দর্শকদের অভিবাদন জানাতে। ল্যাপ অফ অনারের মাধ্যমে তিনি গ্যালারিতে উপস্থিত দর্শকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। ঠিক সেই সময় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা মেসির আশপাশে এসে দাঁড়ান। তারা মেসিকে আড়াল করে ফেলায় দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন।

দর্শকদের একাংশ তখন মাঠের দিকে পানির বোতল ছুঁড়ে মারতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। স্টেডিয়ামের ভেতরে ব্যানার ছিঁড়ে ফেলা হয়, হোর্ডিং ভাঙচুর করা হয়। পুরো যুবভারতী স্টেডিয়াম জুড়ে তীব্র বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

এই অরাজক পরিস্থিতির কারণে মেসির নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নেয় মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার। মাত্র ২০ মিনিটের মধ্যেই তাকে স্টেডিয়াম ছাড়তে বাধ্য করা হয়।

উল্লেখ্য, মাঠে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা ছিল লিওনেল মেসির। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে সেই সূচিও বাতিল হয়ে যায়। নিজের ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার আগেই মাঠ ছাড়তে হয় ফুটবল ইতিহাসের এই মহাতারকাকে।

আজ কলকাতায় মেসির বেশ ব্যস্ত সময়সূচি থাকার কথা ছিল। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া এবং ভক্তদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ছিল। তবে যুবভারতী স্টেডিয়ামের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সেই সূচি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ফুটবলের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা নতুন নয়। কিন্তু এমন বিশৃঙ্খল পরিস্থিতি দেশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। লিওনেল মেসির মতো বিশ্বতারকার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা নিঃসন্দেহে ভারতীয় ফুটবল ইতিহাসে এক বিব্রতকর অধ্যায় হয়ে থাকবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

্রিন্ট

আরও সংবদ