খুলনা | রবিবার | ১৪ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

মোংলায় ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু

মোংলা প্রতিনিধি |
১২:৩৯ এ.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


মোংলায় ইজিবাইকের ধাক্কায় মোকছেদুর রহমান হারুন নামে এক ব্যাবসায়ী যুবকের মৃত হয়েছে। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সামনে এ ঘটনা ঘটে। হারুন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের ছোট ভাই এবং মৃত আঃ বারিকের ছেলে। এ ঘটনায় ইজিবাইকসহ চালককে আটক করেছে পুলিশ। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেলে শহরের কলেজ রোডে নিজ বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে পৌর মেইন শহরের দিকে যাচ্ছিল মোকছেদুর রহমান হারুন (৪৭)। শহরের কবরস্থান রোডের শ্রমিক-কর্মচারী সংঘ এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে আসা দ্রুতগামী একটি ইজিবাইক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
এদিকে ঘটনার পর পরই স্থানীয় জনতার সহায়তায় ইজিবাইক ও চালক জাহাঙ্গীর মোড়লকে আটক করে পুলিশ। লাশ এখনও হাসপাতালে রয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। হারুনের বাড়ি পৌর শহরের কলেজ রোড এলাকায়। সে বিএনপি’র একজন সক্রিয় সদস্য ছিল। 
মোংলা থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন খবর পাওয়া সাথে সাথে আমিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করি। এছাড়া ইজিবাইক ও চালক জাহাঙ্গীর মোড়লকেও আটক করা হয়েছে। মামলার জন্য এজাহারের প্রস্তুতি চলছে এবং মামলা হলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।  

্রিন্ট

আরও সংবদ