খুলনা | রবিবার | ১৪ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনায় অধিকার’র আলোচনা সভায় বক্তারা

হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনী ছিল রাজনৈতিক হাতিয়ার, ব্যবহার হত গুম-খুনে

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


খুলনায় অধিকার আয়োজিত নির্যাতন বিষয়ক সেমিনারে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহবান জানিয়েছেন। ১৫ বছরে কর্তৃত্ববাদী সরকার র‌্যাব-পুলিশকে ব্যবহার করে যেভাবে খুন, গুম, অপহরণ, মিথ্যা মামলায় প্রতিপক্ষকে হয়রানি ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তা থেকে রাজনীতিবীদদের শিক্ষা নিতে অনুরোধ জানিয়ে তারা বলেন, ৫ আগস্টের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভেদ ও অনৈক্য দেশকে আবারও বিপদে ফেলবে।  
গতকাল শনিবার সকালে খুলনার এক অভিজাত হোটেলে ‘আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা সংঘটিত নির্যাতন, এ সংক্রান্ত আর্ন্তজাতিক আইনে কী বলা হয়েছে এবং বাস্তব পরিস্থিতি কী’ শিরোনামে শনিবার মানবাধিকার সংগঠন অধিকার এ আলোচনা সভার আয়োজন করে। অধিকার পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলানের সঞ্চালনায় সভায় গবেষণাপত্র উপস্থাপন করেন পুলক হাসান। 
অধিকার খুলনার ফোকালপারসন মুহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন, জেল সুপার নাসির উদ্দিন প্রধান, কেএমপির উপ-কমিশনার (সাউথ) তাজুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের ফরেনসিক ও টক্সিকোলজি বিভাগের লেকচারার ডাঃ রনি কুমার ব্রহ্ম। 
আলোচনা করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, এনটিভির খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব, শেখ দিদারুল আলম, কাজী মোতাহার রহমান বাবু। বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক  সৈয়দা রেহানা আক্তার, জামায়াতে ইসলামীর মহানগর এ্যাসিসটেন্ট সেক্রেটারি আজিজুল ইসলাম ফরাজী, নাগরিক ঐক্যের জেলা সভাপতি আব্দুল মজিদ, গণঅধিকার পরিষদ নগর শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়ক এড. মোমিনুল ইসলাম, মানবাধিকার কর্মী শেখ ফারুক ও শহিদুল ইসলাম।

্রিন্ট

আরও সংবদ