খুলনা | রবিবার | ১৪ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

রূপসায় নৈহাটিতে আজিজুল বারী হেলাল

খালেদা জিয়ার সুস্থতা ও দেশের ঐক্য এখন অত্যন্ত প্রয়োজন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন আপোষহীন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বাংলাদেশের জাতীয় ঐক্য রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।
গতকাল শনিবার নৈহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের আপামর মানুষ প্রতিদিন তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন। আল্লাহর রহমতে তিনি এখন কিছুটা সুস্থ আছেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। 
দোয়া মাহফিলে জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মোল্লা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি’র সদস্য আরিফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং জেলা মহিলা দলের সভাপতি মর্জিনা বেগম। খুলনা জেলা যুবদলের যুগ্ম-আহŸায়ক মুমিনুর রহমান সাগর ও ইয়ারুল ইসলাম রিপনের যৌথ সঞ্চালনায় আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহŸায়ক বিকাশ কুমার মিত্র, যুগ্ম আহŸায়ক রয়েল আজম, মোঃ রবিউল ইসলাম রবি, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তুলুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহাগ সিকদার, জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহŸায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মীর, ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য হালিম মোড়ল, মোঃ মাহফুজুর রহমান, মোঃ বাবু শেখ, মাসুম সরদার, মাহিদ খান, লাভলু খান,জেলা যুবদল নেতা মাইনুল হাসান, এস এম মেহেদী হাসান, উপজেলা যুবদল নেতা শাহজামান প্রিন্স, মিজানুর রহমান রূপসা কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আমিন পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, বিএনপি নেতা গোলাম রাব্বানী, মোঃ  নুরুল্লাহ, শাহরিয়ার হোসেন রাতুল, বাবলু খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ