খুলনা | রবিবার | ১৪ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০১:৫৮ এ.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


যশোরের পাগলাদহ গ্রামে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শহিদ (৪০) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার বিকেলে এ খুনের ঘটনা ঘটে। নিহত শহিদ সদর উপজেলার নওয়াপাড়ার ইউনিয়নের পাগলাদাহ গ্রামের বসির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ গ্রামের শহিদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড়ে পূর্ব শত্র“তার জেরে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শহিদের বাবা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।
কোতোয়ালি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, ঘটনার তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অভিযুক্তদের আটক করা হবে।

্রিন্ট

আরও সংবদ