খুলনা | রবিবার | ১৪ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

নগরীর দৌলতপুরে রকিবুল ইসলাম বকুল

বিনা ভোটের সরকার কখনোই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিনা ভোটের সরকার বা রাতের ভোটের সরকার কখনোই জনগণের আশা-আকাক্সক্ষা পূরণ করতে পারে না। কারণ এ ধরনের সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের মানুষের প্রকৃত সমস্যার সমাধান দিতে সক্ষম। গতকাল শনিবার দুপুরে নগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা মহেশ্বরপাশা ৩নং ওয়ার্ডে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
শেষে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপস্থিত সবাইকে নিয়ে দোয়া প্রার্থনা করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, সাবেক যুগ্ম-আহŸায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বিশিষ্ট সমাজসেবক শেখ আইয়ুব আলী, আলী আকবর, আজমল খান, ইসরাইল হোসেন, শেখ আলতাফ হোসেন, এড. খোকন, তারা মিয়া ও শওকাত আলী মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নুসহ দৌলতপুর থানা ও মহেশ্বরপাশা এলাকার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকাবাসী। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ গাউছ হোসেন।

্রিন্ট

আরও সংবদ