খুলনা | রবিবার | ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

দিঘলিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিঘলিয়া প্রতিনিধি |
০২:০৯ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, ১৯৭১ সাল আমাদের স্মরনীয় বছর। আমাদের পাওয়ার আনন্দ যেমন রয়েছে পাশাপাশি হারানোর বেদনাও রয়েছে।  

বাঙালির জয় নিশ্চিত বুঝতে পেরে পাক হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহায়তায় বাংলার সূর্য সন্তানদের বাছাই করে নৃশংসভাবে হত্যা করে। পরিকল্পিতভাবে এ দেশকে মেধাশূন্য করার জন্য ১৪ ডিসেম্বর খুঁজে খুঁজে ১১শ ১১ জন বুদ্ধিজীবীকে রায়ের বাজার বদ্ধভূমিতে নিয়ে নৃশংস ভাবে হত্যা করে। ডিসেম্বরেই সবচেয়ে বেশীসংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।

শিক্ষার্থীদের সাথে নিয়ে আগামীর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বুদ্ধিজীবী দিবস এবং স্বাধীনতা সম্পর্কে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে বলে জানান।

দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আজ রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহবুবল আলম, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সর্দার শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা নিরাপদ বিশ্বাস।

এ সময় অন্যান্যেল মধ্যে আরও উপস্থিত ছিলেন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত,   জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহামুদা সুলতানা, মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত উপজেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ