খুলনা | সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত লাখ পার

খবর প্রতিবেদন |
০৫:৩২ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


মশাবাহিত ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৭ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে গেল ১ লাখ ৪৭৭ জন।

আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে), দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এবং অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দা।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন রোগী রয়েছেন।

নতুন আক্রান্তেদের মধ্যে পুরুষ রোগী ৬৬ দশমিক ৭ শতাংশ এবং নারী ৩৩ দশমিক ৩ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেলেন মোট ৯৮ হাজার ৭২৯ জন।

্রিন্ট

আরও সংবদ