খুলনা | সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

খুবির সাথে এডামস্ ফাউন্ডেশনের এমওইউ স্বাক্ষর

পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি

খবর বিজ্ঞপ্তি |
০৫:৪৩ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এডামস্ ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন সংক্রান্ত গবেষণা, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রমে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের কার্যালয়ে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং এডামস্ ফাউন্ডেশনের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর এস. এম. আলী আসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে স্বাক্ষরিত এমওইউ’র কপি উভয় পক্ষের মধ্যে বিনিময় করা হয়।

সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় পক্ষ যৌথ গবেষণা ও অ্যাকশন রিসার্চ পরিচালনা, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও সম্মেলন আয়োজন করবে। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনিময় ও ইন্টার্নশিপ কর্মসূচি চালু করা হবে। বিশেষভাবে দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) নিরূপণ এবং কৌশল উন্নয়ন সংক্রান্ত গবেষণায় যৌথ উদ্যোগ নেওয়া হবে।

এমওইউর আওতায় যৌথ গবেষণা, জরিপ ও প্রকাশনা কার্যক্রম বাস্তবায়ন এবং নির্দিষ্ট কার্যক্রম বাস্তবায়নে থিম্যাটিক ওয়ার্কিং গ্রæপ গঠনের সুযোগ থাকবে। এর ফলে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণা ও বাস্তবভিত্তিক উদ্যোগ আরও কার্যকর হবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, সহকারী অধ্যাপক সাদিয়া ইসলাম মৌ, সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার, এডামস্ ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ আসিক মাহমুদ, ডিরেক্টর (এডমিন এন্ড এইচআর) সাকিনা আখতার বারী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। 

্রিন্ট

আরও সংবদ