খুলনা | সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

খবর প্রতিবেদন |
০৯:৪৫ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানায়নি ডিবি পুলিশ। রোববার রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই বিষয়টি জানিয়েছেন। মুঠোফোনে তিনি প্রতিবেদককে বলেন, বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি।
কে আপনাকে তুলে নিয়ে এসেছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা তুলে নিয়ে এসেছে জানি না। তবে আমি এখন ডিবি হেফাজতে রয়েছি।
কী কারণে তুলে নিয়ে যাওয়া হয়েছে-সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কী কারণে আমাকে ডিবি কার্যালয়ে তুলে আনা হয়েছে, সে বিষয়টি বলতে পারছি না।
একটি সূত্র জানায়, ধানমন্ডির একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে আনিস আলমগীরকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হলো, তা জানতে ডিবির তিন কর্মকর্তাকে ফোন করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে তাঁদের কারও কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সা¤প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

্রিন্ট

আরও সংবদ