খুলনা | সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান ভারতের

খবর প্রতিবেদন |
১০:৪৩ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বতী সরকার যেসব দাবি জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কিছু দাবি তুলে ধরে। এ সময় বাংলাদেশ সরকার কিছু বিষয়ে ভারতের কাছে উদ্বেগ তুলে ধরে।
এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রেস নোটে যেসব দেওয়া বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত।
ভারতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভূক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভারত সবসময়েই তার অবস্থান জানিয়ে আসছে।
সেখানে আরও বলা হয়েছে, বন্ধুপ্রতীম বাংলাদেশের বিরুদ্ধে কোনো কর্মকান্ড পরিচালনার জন্য ভারত কখনোই তার ভূখন্ড ব্যবহার করতে দেয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা আশা করছি, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে দেশটির অন্তর্বতী সরকার।

্রিন্ট

আরও সংবদ