খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

রূপসায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী সাগর নিহত

নিজস্ব প্রতিবেদক |
১১:৩৫ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকায় জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে কাপড় ব্যবসায়ী সাগর শেখ (৪০) নামের এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত  হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। সাগর গ্রীন বাংলা হাউজিংয়ের বাসিন্দা ফায়েক শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপসা উপজেলাধীন জাবুসার গ্রীণবাংলা হাউজ এলাকার বাসিন্দা সাগর শেষ বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন যুবক তার গতি রোধ করে গুলি করে। একটি গুলি তার মাথায় এবং আরেকটি তার হাটুতে লাগে।

গুলির শব্দে আশাপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। তবে স্থানীয়রা জানান সাগর ঘটনাস্থলে মারা যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সাগরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে নতুন বাড়ি করেছেন। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান রাত ১০টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ৯৯৯ থেকে পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়।

থানার এসআই সৌরভ দাশ বলেন, রাতে জাবুসা এলাকায় ডিউটিতে ছিলাম। থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে নতুন বাড়ি করেছেন। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে গুলিবিদ্ধ যুবককে পাইনি। তাকে আগেই উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

্রিন্ট

আরও সংবদ