খুলনা | সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৫৩ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় গতকাল রোববার যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
বাগেরহাট : দিবসটি উপলক্ষে সকাল ৯টায় শহরের বধ্যভূমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন পুস্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান পুলিশ কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। এর পরেই শহিদ বুদ্ধিজীবিদের স্মরণের গার্ড অব অনার ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরেই জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা আইনজীবি সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা যুব দল, জেলা মহিলা দল, জেলা ছাত্রদল, সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
পুস্পস্তবক অর্পণ শেষে শহর রক্ষা বাঁধ সংলগ্ন বধ্যভূমি চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডাঃ মোঃ ফখরুল ইসলামের এসময় আরও বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আকবর আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
সাতক্ষীরা : দিবসটি উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সাথে নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জেলা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের শোককে শক্তিতে পরিণত করে নতুন বাংলাদেশ গড়বো এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত (দিবা) ওয়াহিদা ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত (প্রভাতী) শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মামুনুর রশিদ, সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস প্রমুখ। 
অপরদিকে দিবসটি উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, চিফ ইন্সপেক্টর প্রকৌশলী মাসুম বিল­াহ, চিফ ইন্সট্রাক্টর ননটেক সিদ্দিক আলী, প্রকৌশলী জগন্নাথ পাল প্রমুখ। অনুষ্ঠানে শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 
নড়াইল : দিবসটি উপলক্ষে সকালে জজ কোর্ট সংলগ্ন বধ্যভূমিতে ও পানি উন্নয়ন বোর্ডে অবস্থিত গণকবরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোঃ আবদুস ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুর রহমান খান, নজির হোসেন মোল¬া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাভলু। এছাড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন, এনপিপি জেলা সভাপতি শরিফ মুনির হোসেন, ছাত্র প্রতিনিধি ফারহান রানা, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা,  শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা ও জাতীর শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানান। 
রূপসা : রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বক্তব্য রাখেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, মৎস্য কর্মকর্তা জ্যোতি কতা দাস, শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান, পল­ী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, অধ্যক্ষ অজিত সরকার, বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, আঃ মালেক, মঈনউদ্দীন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাফুর রহমান, ইলিয়াজ হোসেন ও জিয়াউল ইসলাম বিশ্বাস, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, জিএম আসাদুজ্জামান, খুলনা জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদ্দিন, জামায়াতে ইসলামী নেতা হাফেজ জাহাঙ্গীর ফকির, ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার আঃ সালাম, ফাহাদ গাজী প্রমুখ।
ফুলতলা : দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা শহিদ হাবিবুর রহমান মিলনায়তনে নির্বাহী অফিসার সুচি রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভ‚মি) তৌহিদ রেজা, বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ শাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, কৃষি অফিসার আরিফ হোসেন, যুব উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল হক হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সাহিদুল গাজী ও আজগর বিশ্বাস প্রমুখ। এর পূর্বে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে পিপরাইলের চারাবাটির বধ্যভ‚মির বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।    
মোরেলগঞ্জ: দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল­াহ’র নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলেচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল­াহ।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, থানার ওসি মাহমুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আকুঞ্জি মোহাম্মদ কায়কোবাদ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক গণেশ পাল। 
তেরখাদা : দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. সারোয়ার রাব্বী। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ইকবাল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, থানার ওসি মোঃ শহীদুল­াহ, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক (মন্টু), উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ অমিত রায়, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজুমল হক, পল­¬ী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, এসিস্ট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা।
মোল­¬াহাট : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, পল­¬ী বিদ্যুৎ সমিতির ডিজিএম বিশুদ্ধানন্দ পুরাব্রাহ্মন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাব মোল­াহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা ফকির দিন মোহাম্মদ এবং এনসিপির সভাপতি ফয়সাল কাজী। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল­াহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল­¬া ও আব্দুল­াহ ফারুক, সাংবাদিক কেএম মাহমুদুল হক, শফিউল আজম নিশানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ। বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে সকলে একযোগে কাজ করার আহŸান জানান।
রামপাল : দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় ডাকরা বধ্যভূমির শহিদ বেদীতে শহিদদের স্মরণে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে স্মৃতি সৌধের পাদদেশে স্মরণ সভা, আলোচনা, এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, ওসি মোঃ আব্দুল­াহ আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরহাদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন সহ কমান্ডার অতীন্দ্রনাথ হালদার দুলাল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম এ সবুর রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, ভোজপাতিয়া বিএনপি’র সভাপতি মোঃ আল আমীন, জামায়াত নেতা আবুল কালাম আজাদ, ফকির গোলাম মাওলা প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে সকাল ১০টায় উপজেলা চত্বরের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও পরিষদের সম্মেলন কক্ষে শহিদদের জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়। সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরহাদ আলী, প্রধান শিক্ষক হাওলাদার আঃ মান্নান, এম, এ সবুর রানা, আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।
শ্যামনগর : দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাতটায় উপজেলা চত্বরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামায়াতে ইসলামী, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন। বিভিন্ন শ্রেণিপেশার মানুষও ফুল নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হাজির হয়। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজলো নির্বাচন র্কমর্কতা মোঃ আব্দুল­াহ আল মামুন ও দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেক। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
দিঘলিয়া : দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহবুবল আলম, থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সর্দার শহিদুল­াহ, গোলাম মোস্তফা, আব্দুল হামিদ ও নিরাপদ বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান , আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমুখ ।
কয়রা : দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল­াহ আল বাকী। বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী প্রমুখ।
তালা : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও তালা প্রেসক্লাবের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) রাহাত খান, থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন ও মোঃ আলাউদ্দীন জোয়াদ্দার, উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়, অধ্যক্ষ ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রীস আলী, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জামায়াত নেতা ডাঃ আফতাপ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুম বিল­াহ, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, আইসিটি অফিসার রেজাউল করিম।
আশাশুনি : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮.৪০ টায় কেয়ারগাতি শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহিদদের স্মরণে মোনাজাত করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ