খুলনা | সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

হাদির উপর সন্ত্রাসী হামলার নিন্দা ড্যাব খুলনার

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৭ এ.এম | ১৫ ডিসেম্বর ২০২৫


ইনকিলাব মঞ্চের মুখপাত্র, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্মুখসারীর ছাত্রনেতা, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ড্যাব খুলনা জেলা সভাপতি ও বিএমএ খুলনার সাবেক সভাপতি ডাঃ রফিকুল হক বাবলু, মহানগর শাখার সভাপতি ডাঃ মোস্তফা কামাল। 
গতকাল রোববার যৌথ বিবৃতিতে খুলনা ড্যাবের নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ভিন্নমত প্রকাশ ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করা নাগরিকদের মৌলিক অধিকার। মতপ্রকাশের স্বাধীনতা দমন করতে পরিকল্পিত সন্ত্রাসী হামলা কেবল একজন ব্যাক্তির উপর নয় বরং এ ধরনের হামলা সমগ্র গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তির উপর সরাসরি আঘাত। এইহামলা প্রমান করে যে একটি কুচক্রী মহল এখনও ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। বিবৃতিদাতারা গুপ্তবাহিনীর দেশবিরোধী সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে এদেশের সাধারণ মানুষকে প্রস্তুত থাকার আহŸান জানান।
 

্রিন্ট

আরও সংবদ