খুলনা | সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

রূপসার জাবুসায় মৎস্য ঘেরে রুমের তালা ভেঙ্গে স্যালোমেশিনসহ মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক |
১২:৩৮ এ.এম | ১৫ ডিসেম্বর ২০২৫


রূপসায় গ্লোরি জুট মিলের পেছনে বিল জাবুসায় মৎস্য ঘেরে রুমের তালা ভেঙ্গে স্যালোমেশিনসহ কৃষি কাজে ব্যবহৃত বেশেকিছু মালামাল চুরি হয়েছে। গত শনিবার সন্ধ্যার পর যেকোনো সময় এ চুরি সংঘটিত হয়েছে। 
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রূপসার ইলাইপুর গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত এসআই এস এম শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিল জাবুসায় গ্লোরি জুট মিলের পেছনে একটি মৎস্য ঘেরে মাছ উৎপাদনের পাশাপাশি ধান ও সবজি চাষ করে আসছেন। গত শনিবার বিকেলে মৎস্য ঘের থেকে তিনি বাড়িতে আসেন। গতকাল রোববার তিনি ঘেরে গিয়ে দেখেন কে বা কারা তার ঘেরের কক্ষে রাখা স্যালোমেশিন, বাইরে রাখা পানি ডেলিভারি পাইপ, ড্রাম ও জাল নিয়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।  
 

্রিন্ট

আরও সংবদ