খুলনা | সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

এসি রুমের ভেতরে নয়, জনগণের কাছে যান: তারেক রহমান

খবর প্রতিবেদন |
০১:৪৭ এ.এম | ১৫ ডিসেম্বর ২০২৫

 

বিএনপি সরকার গঠন করলে কী কী করবে তার পরিকল্পনা তুলে ধরেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এসি রুমের ভেতরে থাকলে হবে না। আমাদের ছড়িয়ে পড়তে হবে। পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যেতে হবে। তাহলে দেশ ও জাতির উপকার হবে। এই কাজগুলো করার জন্য জনসমর্থন প্রয়োজন এবং আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের ওপরে দাঁড়াতে হবে। যদি জনসমর্থন দুর্বল হয়, তাহলে হয়তো অনেক কাজ করা সম্ভব হবে না।

গতকাল রোববার রাতে রাজধানীর একটি হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবে, তাদের প্রথমে একটি বিষয় নিশ্চিত করতে হবে আর সেটা হচ্ছে আইনের শাসন, মানুষের নিরাপত্তা বা আইনশৃঙ্খলা। সর্বশক্তি দিয়ে এটাকে বাস্তবায়ন করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিদিন আপনাদের ঢাকা শহরের যানজট পোহাতে হয়। এটা এমন একটা বিষয়, যেটি অবশ্যই আগামী সরকারকে সমাধান করতে হবে। তাহলে যেভাবে শক্তি, সময়, পরিশ্রম সবকিছু নষ্ট হচ্ছে–  যা প্রতিদিন পিছিয়ে নিয়ে যাচ্ছে জাতিকে। আমাদের এর সমাধান বের করতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা শহরে প্রায় দেড় দুই কোটি মানুষ বাস করত শুনতাম, এখন নতুন পরিসংখ্যান বলছে– তিন কোটির কাছাকাছি। আমাদের ধরে নিতে হবে প্রতিদিন প্রায় দুই কোটি মানুষ অন্তত চলাফেরা করছে। এই দুই কোটি মানুষ কমবেশি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে– এ রকম পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে, সেটি বোধহয় নেই। চলাফেরার জন্য যথেষ্ট সুযোগ তাদের থাকতে হবে।

তারেক রহমান বলেন, একজন মানুষের প্রতিদিন সব রকম কাজের জন্য প্রয়োজন হয় ১০০ লিটারের মতো পানি। এই মুহূর্তে ঢাকা শহরে ভূগর্ভস্থ পানি বের করতে প্রায় ১০০০ ফুটের কাছাকাছি নিচে যেতে হয়। ভূগর্ভস্থ পানির স্তর এতটা নিচে চলে গেছে। খুব কাছে থাকা বুড়িগঙ্গা নদীর পানি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য। এখনই আমাদের সচেতন হতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান।

্রিন্ট

আরও সংবদ