খুলনা | সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

ওসমান হাদিকে নিয়ে ‘দুঃসংবাদ’ দিলো মেডিকেল বোর্ড

দু’টি লক্ষণই রোগীর অবস্থাকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে

খবর প্রতিবেদন |
০১:৪৯ এ.এম | ১৫ ডিসেম্বর ২০২৫


গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ মোঃ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে দ্বিতীয় দিনেও আশাবাদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বরং সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের তুলনায় আরও বেড়েছে এবং একই সঙ্গে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। চিকিৎসকদের মতে, এই দু’টি লক্ষণই রোগীর অবস্থাকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
রোববার বিকেলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কো-অর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সেই বিবৃতি তুলে ধরা হলো : ১. গত ১২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদির প্র্রয়োজনীয় সার্জিক্যাল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। অপারেশন-পরবর্তী উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। ১৪ ডিসেম্বর চিকিৎসার দ্বিতীয় দিনে মেডিকেল বোর্ড পুনরায় তার শারীরিক অবস্থা মূল্যায়ন করেছে।
২. ১৪ ডিসেম্বর সকালে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কের ফোলা পূর্বের তুলনায় আরও বৃদ্ধি প্রেয়েছে, যা একটি অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে।
৩. রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি পরিলক্ষিত হয়নি। চেস্ট ড্রেইন টিউব সচল রয়েছে।
৪. রোগীর কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা পূর্বের তুলনায় কিছুটা হ্রাস প্রেয়েছে। তবে ব্রেন ইনজুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা প্রতি ঘণ্টায় ইউরিন উৎপাদনে প্রভাব ফেলছে। এ কারণে এসিড-বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হচ্ছে।
৫. রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণের্ রয়েছে।
৬. ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফোলাজনিত চাপের কারণে রোগীর রক্তচাপে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে। আজ রোগীর হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্র্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট চলমানর্ রয়েছে।
৭. রোগীর ব্লাড সুগার নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে। এই ধরনের জটিল ও সংকটাপন্ন শারীরিক অবস্থায় ব্লাড সুগারের ওঠানামা একটি পরিচিত ক্লিনিক্যাল চ্যালেঞ্জ, যা মেডিকেল টিম সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখছে।
৮. রোগীর সার্বিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তবে মেডিকেল বোর্ড সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
৯. রোগীর পরিবার অথবা পরিবারের মাধ্যমে সরকার যদি রোগীকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন, সে ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড সর্বাত্মক সহযোগিতা প্রদানে সদা প্রস্তুত রয়েছে।
১০. রোগীর পরিবারকে তার বর্তমান শারীরিক অবস্থা বিস্তারিতভাবে অবহিত করা হ্রয়েছে। 
১১. সকলের প্রতি বিনীত অনুরোধ অপ্র্রয়োজনে হাসপাতালে ভিড় করবেন না। কোনো ধরনের অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন।
সবশেষে শরীফ মোঃ ওসমান হাদির দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীসহ সকলের কাছে মেডিকেল বোর্ড বিনীত ভাবে দোয়া প্রার্থনা করছে।
এর আগে হাদির শারীরিক অবস্থা জানিয়ে প্রেস ব্রিফিংয়ে তার চিকিৎসক বলেছেন, হাদিকে আজ ( রোববার) সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা), অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ।
এদিকে রোববার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জিক্যাল বিভাগে ওসমান হাদির অপারেশন টিমের সদস্য ও এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডাঃ আব্দুল আহাদ জানান, হাদির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার চিন্তাভাবনা করছে পরিবার।
হাদিকে যে গুলি করেছে, খুব অভিজ্ঞ ছাড়া এভাবে কেউ গুলি করতে পারে না বলে জানিয়েছেন চিকিৎসক।
ওসমান হাদীকে যে ব্যক্তি গুলি করেছে সে খুবই প্রশিক্ষণপ্রাপ্ত ছিল উল্লেখ করে চিকিৎসক আব্দুল আহাদ বলেন, আমি সার্জন হিসেবে বলতে চাই, এক্সপার্ট হিসেবে হ্যাট স্যুট করা হ্রয়েছে। তার ডান পাশ দিয়ে গুলি করা হয়েছে। যেখানে ব্রেনের এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে তার সামনে দিয়ে তা ভেদ করে বিপরীত দিক দিয়ে বের হয়েছে। খুব অভিজ্ঞ ছাড়া এভাবে কেউ গুলি করতে পারে না। 
এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব এই চিকিৎসক আব্দুল আহাদ বলেন, এখন দেশে যে অবস্থা আমরা দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনী এখনও সেই ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি। আমরা যারা এ্যাক্টিভিস্ট আছি, জুলাইয়ের পক্ষে যারা শক্তি আছি, আমাদের সবার জীবন হুমকির মুখে।
তিনি আরও বলেন, দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামনে নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন পক্ষ এখানে জড়িত আছে। আমি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবর আহŸান জানাচ্ছি আপনারা দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করেন।
অপরাধী যেই হোক তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। তা না করা গেলে আমাদের জুলাইয়ের সব পক্ষের শক্তিগুলো হুমকির মুখে আছে।
জুলাই পক্ষের শক্তিগুলোকে কন্টিনিউয়াস ফোন করে হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে আব্দুল আহাদ বলেন, আমাদের অপরিচিত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের নম্বর পাবলিক করে দেওয়া হচ্ছে। বিভিন্ন গ্র“পে আমাদের নম্বর দেওয়া হচ্ছে। আমাদের পরিবার, আমাদের বাসার লোকেশনগুলো ট্যাগ করা হচ্ছে। আমাদেরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এগুলোর আসলে শেষ কোথায়?
এর আগে শুক্রবার  দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে খুব কাছ থেকে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মোটরসাইকেলে করে আসা দুই সন্ত্রাসী। পরে তারা পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। 
 

্রিন্ট

আরও সংবদ