খুলনা | সোমবার | ১৫ ডিসেম্বর ২০২৫ | ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

‘চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা নেই’

নির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে : ইসি সানাউল্লাহ

খবর প্রতিবেদন |
০১:৫০ এ.এম | ১৫ ডিসেম্বর ২০২৫


নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসী হামলা ও নাশকতার চেষ্টায় কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইসি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে  বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সানাউল্লাহ। 
তিনি বলেন, জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। ‘ডেভিল হান্ট’ চলাকালে গ্রেফতার হওয়া বেশির ভাগ অভিযুক্ত কারামুক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবেন।
নির্বাচন কমিশনার জানান, স¤প্রতি ওসমান হাদির ওপর চোরাগোপ্তা হামলা এবং দু’টি নির্বাচন অফিসে আগুন লাগানোর চেষ্টার মতো ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সামনেও চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। কঠোর হস্তে এগুলো দমন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চালাতে বলা হয়েছে। সব বাহিনীর গোয়েন্দারা নিজেদের মধ্যে তথ্য সমন্বয় করবেন। সীমান্তে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিশেষ ভাবে সতর্ক থাকার আহŸান জানিয়ে সানাউল্লাহ বলেন, সবাইকে পাশের মানুষটি নিয়ে সতর্ক থাকতে হবে। কোনো নাশকতাকারী যেন উৎসাহিত না হয়, সেই বার্তা কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
ইসি আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেন, ওসমান হাদীর উপর হামলা করে একটি ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ভীতির পরিবেশ সৃষ্টি করা। তাদেরকে সফল হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তিরা সখ্যতা গড়ে তুলে নাশকতা ঘটাতে পারে। যাদের ‘ডেভিল হান্টে’ ধরা হয়েছিল, তাদের বড় অংশ জামিন পেয়েছে, যাদের অতীত ও ক্রিমিনাল রেকর্ড আছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে থাকে। এই সুযোগে সন্ত্রাসীরা যেন পার পেয়ে না যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।
প্রচারণার সামগ্রী অপসারণের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন প্রচারণার সামগ্রী অপসারণ না করলে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন। এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অপতথ্য শূন্যে নামিয়ে আনা সম্ভব না। তবে প্রার্থীরা কোনো অবস্থাতেই অস্ত্র বহন করতে পারবেন না।
নির্বাচনের আগে আরো চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার । তিনি বলেন, আমরা চোরাগোপ্তা হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে এতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে।
বৈঠকে আলোচনার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘তফসিল ঘোষণা পর থেকে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে কী ধরণের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
‘দু’টো উপজেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছিল। তবে তারা সফল হয়নি। এসব চোরাগোপ্তা হামলা আমরা উড়িয়ে দিচ্ছি না। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তারা সফল হবে না।’
বৈঠকের শুরুতে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে-আমার মাথার ওপর বাজ পড়েছে। আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম, আর পরের দিনই এমন একটি ঘটনা ঘটল। এটা অত্যন্ত দুঃখজনক।
দুই দিন আগে আগামী সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না। আইনশৃঙ্খলা-বাহিনীর বরাত দিয়ে মোঃ সানাউল্লাহ বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত আছেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।

্রিন্ট

আরও সংবদ