খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক |
০২:১৯ এ.এম | ১৫ ডিসেম্বর ২০২৫


জাতির শ্রেষ্ঠ সন্তান সকল বুদ্ধিজীবীদের অবদান বাংলাদেশের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে চিরদিন। মহান মুক্তিযুদ্ধে জাতি তার বীর শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে হরিয়েছি। যুগ যুগ ধরে যারা এদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য আগেও অভিযান ছিলো বর্তমানেও আছে। খুলনায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিন¤্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে।
জেলা প্রশাসন : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল রোবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার মোঃ মাহবুব রহমান, জেলা প্রশাসক কার্যলয়ের স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আ. হ ম রুহুল আমীন ও আহবায়ক খুলনা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ আবু জাফর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয় : দিবসের শুরুতে সকাল ৮টায় প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বেলা ১১টা ১৫ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। মুখ্য আলোচক ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও দিবস উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক ও দিবস উদ্যাপন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। আরও বক্তৃতা করেন শিক্ষা স্কুলের প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার এবং ফিশারিজ এ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক কানিজ ফাতিমা খুশি।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোঃ মতিউর রহমান। পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্টবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া এবং বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণ করে কুয়েট প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং শিক্ষার্থীদের আবাসিক হলসমূহে জাতীয় পতাকা (বিধিমালা, ১৯৭২ অনুযায়ী সঠিক মাপ ও রঙের পতাকা) যথাযথভাবে উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন করা হয়। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভ‚ঞা, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি এম ইকরামুল হক এর সভাপতিত্বে এবং পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার শেখ ওমর ফারুক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অফিসার্স এসোসিয়েশনের উপদেষ্টা প্রকৌশলী মোঃ আবু হায়াত, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব। এছাড়া বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় : দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রারসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনও তাঁদের আত্মার মাগফিরাত কামনার মধ্যদিয়ে একর্মসূচি পালিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় : দিবস উপলক্ষে সকালে কালোব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে বিকেল ৩টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা শুরুর প্রাক্কালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। ব্যবসায় শিক্ষা অনুষদে ডিন (ইনচার্জ) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তৃতা করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ)) রথীন্দ্রনাথ মহালদার। এ সভায় বিভিন্ন বিভাগের  প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি : রোববার সকালে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। এ সময় উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক, শেখ মাহরুফুর রহমান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাচ ধারণ করেন। পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
খুলনা পাবলিক কলেজ : শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম সূচনা করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মুনীর আব্বাস, পদাতিক-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ উপাধ্যক্ষ ড. মোঃ বেনিয়াজ জামান, উপাধ্যক্ষ মোঃ শরীফুজ্জামান এবং জাতীয় দিবস কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক প্রকৌশলী এস এ এহসান রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।
নগর জাতীয় পার্টি : নগরীর ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে পার্টির মহানগর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর জাতীয় পার্টির সহ-সভাপতি এড. অচিন্ত কুমার দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, শেখ নাজমুল কবির সাদী, ডাঃ সৈয়দ আবুল কাসেম, তৈমুর হোসেন শাহীন, শাহলায়েক উল্লাহ, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, মোঃ এজাজ আহমেদ, অপূর্ব দত্ত নেকু, মাজহার জোয়ার্দার পান, মোঃ মাসুদ রানা, মোল্লা কামরুজ্জামান রজব, সেলিনা আক্তার ইরানী, শামিম আরা পারভিন, দেশ আহমেদ রাজু, মোঃ শহীদ হাওলাদার, মোঃ জাহিদ হোসেন ও মোঃ বাদল প্রমুখ।
সিপিবি : শহীদ বুদ্ধিজীবী দিবসে গল্লামারী স্মৃতিস্তম্ভে সকাল ৮টায় পুষ্পস্তবক প্রদানপূর্বক ১ মিনিট নিরবতা পালন করে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি এস এর রশীদ, ডাঃ মনোজ কুমার দাশ, শেখ আব্দুল মান্নান, এড. নিত্যানন্দ ঢালী, হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, ডাঃ এস এম ফরিদুজ্জামান, অধ্যাপক সঞ্জয় সাহা, পলাশ দাশ, নীরজ রায়, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নাহিদ হাসান, সুদীপ্ত রায় ও তনুশ্রী তনু প্রমুখ।
খুলনা প্রেসক্লাব : দিবস উপলক্ষে রোববার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, মোস্তফা জামাল পপলু, মোঃ এরশাদ আলী, মোঃ রশিদুল ইসলাম, এহতেশামুল হক শাওন, আব্দুর রাজ্জাক রানা, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, এস এম ইয়াসীন আরাফাত রুমী ও মুহাম্মদ নূরুজ্জামান।
এর আগে, ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিদ দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর,  ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মোঃ রাশিদুল ইসলাম, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, সোহেল মাহমুদ, বেল্লাল হোসেন সজল, মোঃ মাকসুদুর রহমান, আল মাহমুদ প্রিন্স ও ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন।   
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা : দিবস উপলক্ষে রোববার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। এর আগে ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে শহীদ বৃদ্ধিজীবীদের শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করা হয়। ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু প্রমুখ। শহীদ বুদ্ধিজীবী এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন ইউনিয়নের সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান। আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাপ্তাহিক সোনার বাংলার খুলনার প্রতিনিধি এসএ মুকুল।
কেইউজে : দিবস উপলক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন। সভা পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন। আলোচনা সভায় বক্তৃতা করেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা ও নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, সংগঠনের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, নূর হোসেন জনি, দেবব্রত রায় ও আল মাহমুদ প্রিন্স প্রমুখ।
এর আগে, ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১মিনিটে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম-মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, সংগঠনের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সুনীল দাস, শহীদুল ইসলাম প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ