খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় হেলাল

বিএনপি’র দেশের স্বাধীনতা সার্বভৌম কোনো প্রকারে হাত ছাড়া করতে দিবে না

খবর বিজ্ঞপ্তি |
০২:২০ এ.এম | ১৫ ডিসেম্বর ২০২৫


বিএনপির তথ্য সম্পাদক ও খুলনা-৪ ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন, মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত, একই সাথে তাদেরকে স্মরণ করছি যারা মহান মুক্তিযুদ্ধে যারা আহত ও শহীদ হয়েছেন, যাদের ত্যাগের বিনিময়ে আমার দেশ স্বাধীনতা পেলো তাদেরকে কিভাবে ভুলতে পারি, কিন্তু আপনাদের সেই অসামান্য অবদান আজ বিলীন করার ষড়যন্ত্র চলাচ্ছে একটি দল, আজকে আপনাদের সামনেই আমার দল বিএনপি অঙ্গীকার করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম কোনো প্রকারে হাতছাড়া করতে দিবেনা, আপনারা জানেন অনেকেই ২৪ এর গণঅভ্যুথান স্বাধীনতার সাথে তুলনা করে, কিন্তু বিএনপি একমাত্র দল বলেছে স্বাধীনতা যুদ্ধের সাথে কোনো অভ্যুত্থান মেলানো যাবেনা, ছাত্র-জনতার অভ্যুত্থান এর মাধ্যমে একটি ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে বিদায় করেছে তাদের অবদান অসিকার কেউ করছে না, তার মানে এই না যে মহান স্বাধীনতার সাথে তুলনা হতে পারে।
মোঃ সাইফুর রহমান মিন্টু সভাপতিত্বে রোববার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, আপনারা যেনো সবাই ভোট কেন্দ্রে জাবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, আমি শুধু এটুকু বলবো আপনারা যদি সেদিন যুদ্ধ না করতেন তাহলে আজো হয়তো পরাধীন থাকতে হতো। এর সন্ধায় চন্দনীমহলে খ্রিস্টান স¤প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেন, সেখানে খ্রিস্টান স¤প্রদায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, সেতারা বেগম, মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুর রশিদ, মৃণাল হালদার,মাস্টার সাখাওয়াত হোসেন,মনির কমান্ডার, ইদ্রিস হাওলাদার। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাইফুর রহমান মিন্টু, মোজ্জামেল শরীফ, নাজমুল মোল্লা, মনির মোল্লা, কুদরতি এলাহি স্পিকার, আব্দুল কাদের জনিসহ উপজেলার নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ