খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেপ্তার চেয়ে করা রিট খারিজ

খবর প্রতিবেদন |
০২:৪৬ পি.এম | ১৫ ডিসেম্বর ২০২৫


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও গ্রেপ্তার চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (১৫ ডিসেম্বর) হাইকোর্ট এ আদেশ দেন।

এর আগে সুপ্রিম কোর্টের বিডিআর হত্যাকাণ্ড-সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে গত বুধবার (১০ ডিসেম্বর) হাইকোর্টে রিট করা হয়। আইনজীবী জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

রিটে স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিবসহ আইজিপি বাহারুল আলমকে বিবাদী করা হয়। রিট দায়েরের সময় শিগগিরই শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছিলেন রিটকারী আইনজীবী।

এর আগে গত ৪ ডিসেম্বর আইজিপি বাহারুল আলমকে অপসারণের দাবিতে সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুস সামাদ, শাহিন হোসেন ও মো. আতিকুর রহমান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবের কাছে নোটিশটি পাঠান।

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণের দাবি জানানো হয় এবং তা না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বর্তমান আইজিপি বাহারুল আলমসহ পাঁচজন পুলিশ কর্মকর্তার নাম উঠে আসে।

স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম অন্তর্ভুক্ত হওয়ার পর প্রশাসনের ভেতরে ব্যাপক আলোচনা ও সমালোচনার

্রিন্ট

আরও সংবদ