খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

ফকিরহাটে ব্যবসায়ীকে অপহরণে অভিযাগে মামলা, গ্রেপ্তার ১

ফকিরহাট প্রতিনিধি |
০৪:২৯ পি.এম | ১৫ ডিসেম্বর ২০২৫


ফকিরহাটে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের। ভুক্তভোগী ব্যবসায়ী এসএম রেজাউল ইসলাম (৫২) বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ আরো ৮/৯ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার ১নং আসামী আব্দুল হাকিম (৩০) কে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত আসামীকে আজ সোমবার (১৫ ডিসেম্বর) বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে।

পুলিশ মামলার বরাত দিয়ে জানান, উপজেলার মূলঘর গ্রামের এসএম খাদেমুল ইসলামের ছেলে এসএম রেজাউল ইসলামের সাথে আব্দুল হাকিমের ব্যবসায়িক সূত্রে পরিচয় হয়। এরপর রেজাউল ইসলামের কাছে ১৩ লাখ পাবে এমন দাবী করে প্রায় দুই মাস যাবৎ’ টাকা পরিশোধের চাপ প্রয়োগ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

এরপর মামলার দুই নং অভিযুক্ত আসামী (পলাতক) ফোনের মাধ্যমে ভুক্তভোগী রেজাউল ইসলামকে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শ্যামবাগাত এলাকায় যেতে বলেন। সে মোতাবেক রেজাউল ইসলাম দেখা করার জন্য মোঃ বায়েজীদ নামে এক ব্যক্তিকে সাথে নিয়ে শ্যামবাগাত চৌরাস্তার মোড়ে যান।

এরপর অভিযুক্ত আসামীরা ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক একটি মাইক্রোবাসে তুলে বাগেরহাটের দিকে নিয়ে যায়। এসময় ভুক্তভোগীর সাথে থাকা মোঃ বায়েজীদকেও তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনার পর পর মোঃ বায়েজীদ ফকিরহাট মডেল থানা পুলিশকে বিষয় অবহিত করেন।

এদিকে রেজাউল ইসলামকে অজ্ঞাত স্থানে নিয়ে অপহরণকারীরা তার কাছ থেকে ১টি মোবাইলফোন, ১টি ঘরি, ব্যবহৃত প্রাইভেটকারের চাবি, ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড ও তার পাসওয়ার্ড নিয়ে নেয়। এছাড়াও ইসলামী ব্যাংকের চেক বই নেওয়াসহ একটি ৩০০ টাকা মূল্যের সাদা স্ট্যাম্পে জোর পূর্বক স্বাক্ষর নেয়। আসামীরা ভুক্তভোগীকে আটক রেখে ব্যাংক থেকে চেক দিয়ে ২ লক্ষ ৯০ হাজার টাকা উত্তোলন বলে মামলায় উল্লেখ করেছে।

ফকিরহাট থানা পুলিশ ঘটনার দিন বিকাল ৫টার দিকে প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে বাগেরহাট সদর দশানী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুল হাকিমকে পুলিশ গ্রেপ্তার করে। এবং ভুক্তভোগী রেজাউল ইসলামকে উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামীরা পালিয়ে যায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মামলাটি কর্তমানে তদন্তধিন রয়েছে।

্রিন্ট

আরও সংবদ