খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

শ্যামনগরে সিএমসি সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা

কয়রা প্রতিনিধি |
১১:৩৮ পি.এম | ১৫ ডিসেম্বর ২০২৫


শ্যামনগরে ব্লু ইকোনোমিক এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের উদ্যোগে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ে সুন্দরবন সহ-ব্যবস্থাপনা (সিএমসি) কমিটির সদস্যদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ও অক্সফাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 
কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ হুমকির মুখে পড়েছে। সুন্দরবনসহ আশপাশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করতে হলে ইকোসিস্টেম পুনরুদ্ধারে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বিষয়টি গুরুত্ব দিতে হবে। কোডেকের প্রজেক্ট ম্যানেজার মোঃ সোহরাব হোসের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বন বিভাগের ডেপুটি রেঞ্জার নির্মল কুমার মন্ডল, একেএম আব্দুস সুলতান, ফরেস্টার মোঃ শাকিব হোসেন, বন প্রহরী মোঃ লুৎফর রহমান, সাতক্ষীরা সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি মাহমুদা খাতুন, দাকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা কমিটির কেশিয়ার মোঃ রিয়াছাদ, পিএফ কমিটির সভাপতি মোল­া মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাতক্ষীরা পিএফ কমিটির সভাপতি আঃ রশিদ, সিপিজি সদস্য মোঃ আবু ফরিদ, জুলেখা খাতুন কোডেকের রাসেল আমিন, গাজী ফারুক হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠনের মোঃ ফরহাদ হোসেন, আশিকুজ্জামান আশিক, খাদিজা সুলতানা সাথী প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ