খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

মহান বিজয় দিবস উদযাপনে ফুলতলা উপজেলা প্রশাসনের নানা কর্মসূচি

ফুলতলা প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ১৫ ডিসেম্বর ২০২৫


মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ফ‚লতলা উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধক্ষনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা, স্বাধীনতা শহিদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় উপজেলা ডাবুর মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও তিন দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন, সাড়ে ৯টায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত। এছাড়া হাসপাতাল ও এমিতখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা জানিয়েছেন।  

্রিন্ট

আরও সংবদ