খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

কালীগঞ্জে ভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তর

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
০১:১০ এ.এম | ১৬ ডিসেম্বর ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটা উচ্ছেদ করতে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তর। সোমবার বিকেল ৩টার দিকে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের একটি টিম ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর এলাকার মকছেদ আলী ব্রিকসে অভিযানে চালান। এ সময় শ্রমিকরা ভেকুর সামনে শুয়ে পড়ে প্রতিবাদ শুরু করেন। তারা বলেন, ভাটা ভাঙ্গতে হলে আমাদের লাশের উপর দিয়ে যেয়ে ভাঙতে হবে। তাদের দাবি এ ভাটায় আমরা প্রায় ২০০ শ্রমিক পরিবার কাজ করি। এখন ভাটা ভেঙে দিলে আমাদের না খেয়ে মরতে হবে। এসময় সেখানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম। আজ দিয়ে পরিবেশ অধিদপ্তর চতুর্থবারের মত এ ভাটায় অভিযান চালালো।
ইটভাটার শ্রমিক চান্দু মিয়া জানান আমরা প্রতিবছর কোন না কোন ভাটায় কাজ করি। এবছর এখানে কাজ করছি। এখানে আমরা ২০০ এর অধিক শ্রমিক রয়েছি। এখন ভাটা উচ্ছেদ করলে আমরা সবাই বেকার হয়ে যাবো। ভাটা ভাঙ্গলে আমাদের পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমাদের দাবি এবছরের মত ভাঙ্গা যাবে না। আগামি বছর আমরা আর ভাটায় কাজ করবো না বলেও উলে­খ করেন এ শ্রমিক। 
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম জানান, ইটভাটা ভাঙার বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন। সোমবার দুপুরে মকছেন আলী ব্রিকসে যাওয়ার পর শ্রমিকরা শুয়ে পড়ে ভাটা না ভাঙার জন্য অনুরোধ করতে থাকেন, ফলে পরিবেশ অনুকূলে ছিল না। এ সময় পরিবেশ অধিপ্তরের কর্মকর্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তাদের পরামর্শে ফিরে আসি। তবে ফিরে আসলেও এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর মামলা করবেন বলে উলে­খ করেন। 
তবে এ ঘটনায় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান কোন বক্তব্য দিতে রাজি হননি। এর আগে কালীগঞ্জ পৌরসভাধীন কোটচাঁদপুর সড়কের অপর ভাটা এএমবিএম ভেঙ্গে দেন। 

্রিন্ট

আরও সংবদ