খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

পরওয়ার এবং বকুলসহ খুলনায় ৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক |
০১:১৬ পি.এম | ১৬ ডিসেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত খুলনার চারটি সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) খুলনা জেলা রিটার্নিং কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা বা তাদের প্রতিনিধিরা।

জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা-৩, খুলনা-৪, খুলনা-৫ ও খুলনা-৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত খুলনা-১ ও খুলনা-২ আসনে কোনো প্রার্থী মনোনয়নপত্র নেননি।

তেরখাদা, দিঘলিয়া ও রূপসা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৪ আসনে এখন পর্যন্ত দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন: ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইউনুস আহমদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. কফিলুল ইসলাম।

খালিশপুর ও দৌলতপুর থানা এলাকা নিয়ে গঠিত খুলনা-৩ আসনেও দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন: বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) শেখ আরমান হোসেন।

ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার পক্ষে রোববার (১৪ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস।

কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসনে এখন পর্যন্ত দুজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন: বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পী ও জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ।

নির্বাচনি তফসিল তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

্রিন্ট

আরও সংবদ