খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

নির্যাতনের শিকার ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি

খবর প্রতিবেদন |
০২:৫৫ পি.এম | ১৬ ডিসেম্বর ২০২৫


ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গেস মোহাম্মাদিকে গত সপ্তাহে গ্রেপ্তারের সময় মারধরের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানিয়েছে তার পরিবার। ৫৩ বছর বয়সী এই মানবাধিকার কর্মী, যিনি ইতিমধ্যেই এক দশকের বেশি সময় কারাগারে কাটিয়েছেন, মাশাদ শহরে এক স্মরণসভায় অবস্থানকালে সাদামাটা পোশাকধারী এজেন্টদের দ্বারা মাথা ও ঘাড়ে বারবার আঘাত প্রাপ্ত হন।

মোহাম্মাদি ইরানের ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারের উপ-সভাপতি এবং ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার। তিনি ১৩ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন, যা তিনি প্রত্যাখ্যান করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১৫ জন এজেন্ট তাকে মারধর করেন এবং অনুষ্ঠানে আরও দুইজন মানবাধিকার কর্মীও আক্রান্ত হন।

প্রশাসন অভিযোগ করেছে, মোহাম্মাদি উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং ইসরায়েলি সরকারের সঙ্গে সহযোগিতা করেছেন। তবে হাসপাতাল ভর্তি সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা নেই।

নরওয়েজিয়ান নোবেল কমিটি, চলচ্চিত্রকার জাফার পনাহি ও মোহাম্মদ রাসুলফ এবং অন্যান্য মানবাধিকার সংস্থা এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং তার অবিলম্বে মুক্তির দাবি করেছে। তারা ইরানে স্বাধীনতা ও প্রশাসনিক জবাবদিহিতার অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

্রিন্ট

আরও সংবদ