খুলনা | বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

টানা দ্বিতীয়বার আইপিএল-পিএসএল সূচী সংঘাত, একই দিন শুরু লিগ

ক্রীড়া প্রতিবেদক |
০৩:০০ পি.এম | ১৬ ডিসেম্বর ২০২৫


আবারও একই সময়ে মাঠে গড়াতে যাচ্ছে ভারত ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল। টানা দ্বিতীয় বছরের মতো দুই দেশের সবচেয়ে জনপ্রিয় টি–টোয়েন্টি লিগের সূচি প্রায় পুরোটা সময়ই একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হতে যাচ্ছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার ঘোষণা করেছে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হবে ২০২৬ সালের ২৬ মার্চ। এক মাসের বেশি সময় ধরে চলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে। আগামী ৮ জানুয়ারি ইসলামাবাদে হবে পিএসএলের নিলাম। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় ২০২৬ সালের পিএসএল হবে আট দলের।

অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, আইপিএল ২০২৬ শুরু হবে ২৬ মার্চ এবং চলবে ৩১ মে পর্যন্ত। আবু ধাবিতে সোমবার ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি ও আইপিএল কর্তৃপক্ষের বৈঠকে এই সূচি জানানো হয়। আইপিএল সিজন ১৯–এর নিলাম অনুষ্ঠিত হবে আজ আবু ধাবিতেই।

আইপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাঙ্গ আমিন নিলামের আগে এক ব্রিফিংয়ে সূচির বিষয়টি নিশ্চিত করেন। সাধারণত বর্তমান চ্যাম্পিয়ন দলের শহরেই আইপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হবে কি না, তা এখনও অনিশ্চিত।

গত মৌসুমে আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। তার প্রায় ২০ দিন পর, ১১ এপ্রিল শুরু হয়েছিল পিএসএলের দশম আসর, যা শেষ হয় ২৫ মে। সেই টুর্নামেন্ট চলাকালেই ভারত–পাকিস্তানের সামরিক উত্তেজনার প্রভাবে কয়েকদিন খেলা বন্ধ রাখতে হয়েছিল। এবারও একই সময়ে আইপিএল ও পিএসএল হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট সূচি, সম্প্রচার ও খেলোয়াড় প্রাপ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

্রিন্ট

আরও সংবদ