খুলনা | বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | ৩ পৌষ ১৪৩২

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামছুল ইসলাম

খবর প্রতিবেদন |
০৫:৪৭ পি.এম | ১৭ ডিসেম্বর ২০২৫


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিতে অনেক আগে থেকে ‘চেয়ারপারসন সিকিটিউরিটি ফোর্স (সিএসএসএফ) কাজ করছে। সিএসএফ সদস্যরা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মোতায়েন করেছে।

তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ছাড়া পরিবারের অন্য সদস্যরা এসএসএফ নিরাপত্তা পাবেন না।

্রিন্ট

আরও সংবদ