খুলনা | বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর ২০২৫ | ৩ পৌষ ১৪৩২

মহান বিজয় দিবস উপলক্ষে

মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের ৩ যুদ্ধ জাহাজ দর্শনার্থীদের জন্য উম্মুক্ত

মোংলা প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ১৮ ডিসেম্বর ২০২৫


মহান বিজয় দিবস উপলক্ষে দর্শনাথীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডের ৩টি যুদ্ধজাহাজ। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোংলার দিগরাজ ‘বানৌজা আবু বকর’ ও কোস্টগার্ড পশ্চিম জোনে যুদ্ধ জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’ ও ‘তৌহিদ’ জনসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সকল জাহাজে যুদ্ধকালীন সময় সরঞ্জাম ব্যবহারের কলাকৌশল দেখানো এবং কামান ও অস্ত্রসহ বিভিন্ন মেশিনারিজ যন্ত্রাংশ ঘুরে দেখার সুযোগ পায় দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
নৌবাহিনী ও কোস্ট গার্ড জানায়, প্রতি বছর বিজয় দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী একটি “বিএনএস আবু বকর” ও কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ ২টি জাহাজ “বিসিজিএস কামরুজ্জামান’ ও ‘বিসিজিএস তৌহিদ’ দুপুর ১২টা হতে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এসময় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে জাহাজ পরিদর্শন করেণ। যুদ্ধ জাহাজগুলোর নৌবাহিনী ও কোস্ট গার্ডের সক্ষমতা, আধুনিকায়ন ও সমুদ্র নিরাপত্তায় ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন। এসকল যুদ্ধ জাহাজে দায়িত্ব পালনরত নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যগণ পরিদর্শনে আগত দর্শনার্থীদের জাহাজ পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কর্মকান্ড সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করেন দেশ রাক্ষার সৈনিকেরা।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষে মোংলা ও খুলনা নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী পরিচালিত নৌপরিবার শিশু নিকেতন ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকবে। 

্রিন্ট

আরও সংবদ