খুলনা | বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর ২০২৫ | ৩ পৌষ ১৪৩২

কলারোয়ায় নছিমন ও পরিবহনের সংঘর্ষে একজন নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৫ এ.এম | ১৮ ডিসেম্বর ২০২৫


সাতক্ষীরার কলারোয়ায় গরু বহনকারী নসিমনের সাথে ঢাকাগামী একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে গরুর মালিক আশারাফ হোসেন গাজী ৫০) নিহত ও নসিমনের চালক আহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কলারোয়া উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের জোনাকি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। নিহত গরুর মালিক  মো. আশরাফ হোসেন গাজী সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোঃ নুর ইসলাম গাজীর ছেলে। 
পুলিশ জানায় আশারাফ হোসেন যশোরের সাত মাইল বাজার এলাকা থেকে একটি গরু কিনে নসিমনে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের জোনাকি সিনেমা হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি পরিবহনের সাথে নছিমনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নসিমনটি রাস্তার উপর উল্টে গিয়ে আশরাফ হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় নছিমনে থাকা গরু ও চালক আহত হয়। গুরুতর আহত আশরাফ হোসেনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

্রিন্ট

আরও সংবদ