খুলনা | বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর ২০২৫ | ৩ পৌষ ১৪৩২

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে

তারুণ্যের উৎসব উপলক্ষে বাগেরহাটে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সমাপ্ত

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩০ এ.এম | ১৮ ডিসেম্বর ২০২৫


তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গ্রামীণ খেলা ও এ্যাথলেটিক্স প্রতিযোগিতা গতকাল বুধবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। বাগেরহাটের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিস উপ-পরিচালক মোঃ মঈনুল ইসলাম,  খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক তালুকদার ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান। বাগেরহাটের ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮১ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় ২২টি ইভেন্ট ছিল। প্রতিযোগিতার সকল ইভেন্টের খেলা পরিচালনা করেন সাবেক জাতীয় এ্যাথলেট সফরুল হক, এম এস আলম, শওকত আলী বাবু, ইসতিয়াক হোসেন ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
 

্রিন্ট

আরও সংবদ