খুলনা | বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর ২০২৫ | ৩ পৌষ ১৪৩২

খুলনা-৩ আসনে ধানের শীষের পক্ষে নগর শ্রমিক দলের নির্বাচনী প্রচারণার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪১ এ.এম | ১৮ ডিসেম্বর ২০২৫


খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষে খুলনা মহানগর শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করা হয়েছে।
বুধবার  বিকেল তিনটায় নগরীর খালিশপুর পিপলস্ গোল চত্বর থেকে খালিশপুর থানার নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটিকে সাথে নিয়ে মাগরিব পর্যন্ত চিত্রালী কাঁচাবাজার, চিত্রালি মুদি বাজার, শীত রানী হকার্স মার্কেট সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। 
এ সময় নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, যুগ্ম-আহবায়ক সৈয়দ আনোয়ার হোসেন, জি এম মাহবুবুর রহমান। খালিশপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মীর মোকসেদ আলী-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও খালিশপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। 
আজ লিবার্টি সিনেমা হল থেকে শুরু করে পোড়াবাড়ি বস্তি সহ বিভিন্ন এলাকায় খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হবে।
 

্রিন্ট

আরও সংবদ