খুলনা | বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর ২০২৫ | ৩ পৌষ ১৪৩২

মহান বিজয় দিবসে খুলনায় রাজনৈতিক দলের নানা কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক |
১২:৪২ এ.এম | ১৮ ডিসেম্বর ২০২৫


যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস-২০২৫ উদ্যাপিত হয় মঙ্গলবার। খুলনায় বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
ইসলামী আন্দোলন : গত মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের প্রার্থী মুফতী আমানুল্লাহ। সেক্রেটারী মুফতী ইমরান হোসাইনের পরিচালনায় র‌্যালি পূর্ব সমাবেশে বক্তৃতা করেন মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আবু তাহের, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ সাইফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, গাজী ফেরদাউস সুমন, আবুল কাশেম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ নাসিম উদ্দিন, মারুফ হোসেন, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মুফতী আমানুল্লাহ, এইচ এম আরিফুর রহমান, মোঃ মঈন উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ মনজুরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম নগর সভাপতি জি এম এমদাদুল হক, শ্রমিক নেতা আব্দুল মান্নান, পলাশ শিকদার, যুব নেতা মোঃ আব্দুর রশিদ, মমিনুল ইসলাম নাসিব, ছাত্র নেতা মোঃ মাহদী হাসান মুন্না ও হাবিবুল্লাহ মেসবাহ প্রমুখ। 
মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন : মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস  জুট মিলস্ গোল চত্বরে শ্রমিক সমাবেশ ও বিজয় র‌্যালি বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম। মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাঃ সাইফুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মুকাররম আনসারী, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসান, সাবেক নেতা মুনসুর আলম চৌধুরী, বিএল কলেজের ভিপি এড. জাকিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান,  সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম, দৌলতপুর থানা সভাপতি রফিকুল ইসলাম, আড়ংঘাটা থানা সভাপতি শাহিনুল ইসলাম, দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, পরিবহন শ্রমিক নেতা কামাল হোসেন, আব্দুল বারেক, আসলাম শিকদার, শ্রমিক নেতা মাহবুবুর রহমান জুনায়েদ, নুরুল হক, মাওলানা শরিফুল ইসলাম, মুরাদ সোহাগ, আলী হায়দার নিরু, সাদ্দাম হোসেন, কামরুল ইসলাম, আব্দুল হাকিম, বদরুর রশিদ মিন্টু প্রমুখ।
গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ : মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় স্থানীয় হোটেল গোল্ডেন কিং-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনার আয়োজক। 
সংগঠনের সদস্য আবু হারুন আর রশিদ সভায় সভাপত্বি করেন। বক্তৃতা করেন সরদার আবু তাহের, কে এম আযম, সহকারী আইনজীবী সমিতির সভাপতি জাহিদুল আলম, এস এম সোহরাব হোসেন, জিএম রেজাউল ইসলাম, এড. অসিত বরণ তরফদার, জামাল মোড়ল, শেখ আইনুল হক, এস এম রাশেদুল আযম, শেখ জাহিদুল ইসলাম, নাজমুল আযম ডেবিড, সুলতানা পারভীন চুমকি ও সিরাজ উদ্দিন সেন্টু। সভায় মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

্রিন্ট

আরও সংবদ