খুলনা | বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর ২০২৫ | ৪ পৌষ ১৪৩২

বিজয় দিবসে কয়রায় জামায়াতের আলোচনায় আজাদ

স্বাধীনতা রক্ষা ও জাতিকে আত্মনির্ভরশীল রাখতে আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৩ এ.এম | ১৮ ডিসেম্বর ২০২৫


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও প্রকৃত অর্থে জনগণের কাক্সিক্ষত স্বাধীনতা অর্জিত হয়নি। প্রিয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও জাতিকে আত্মনির্ভরশীল রাখতে আমাদের শপথ নিতে হবে এবং আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে কয়রা উপজেলা জামায়াতের উদ্যোগে কয়রাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ’র পরিচালনায় বক্তৃতা করেন ছাত্রশিবিরের দক্ষিণ জেলা সভাপতি আবু জার গিফারী, সেক্রেটারি অয়েস কুরুনী, কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সূরা সদস্য হাফেজ জাহাঙ্গীর হোসেন, ১নং আমাদী ইউনিয়নের আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম, ২নং বাগালী ইউনিয়নের আমীর হাফেজ আব্দুল আলিম, ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের আমীর মাওলানা আবু সাঈদ, ৪নং মহারাজপুর ইউনিয়নের আমীর মাস্টার শেখ সাইফুল্লাহ, ৫নং কয়রা সদর ইউনিয়নের আমীর মোঃ মিজানুর রহমান, ৬নং উত্তর বেদকাশী ইউনিয়নের আমীর মাস্টার নূর কামাল, ৭নং দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আমীর মাওলানা মতিউর রহমান প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ