খুলনা | বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর ২০২৫ | ৪ পৌষ ১৪৩২

নগর ও জেলা বিএনপি’র উদ্যোগে বিজয় দিবস উদযাপিত

৭১-এর পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ হতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:৪১ এ.এম | ১৮ ডিসেম্বর ২০২৫


খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতারা বলেছেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলÑআজ তারাই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। গতকাল বুধবার বিকাল ৩টায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এঁর স্বাধীনতার ঘোষণার মধ্যদিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং সেই যুদ্ধে চ‚ড়ান্ত বিজয় অর্জিত হয়। এ কারণেই ১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষের কাছে যেমন, তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবের দিন। বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণœ রাখার যে সংগ্রামÑতা অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আরও বলেন, এ দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রের এক অগ্রদূত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন। বর্তমানে তিনি অসুস্থ নেতারা তার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ তুলে নেতারা বলেন, আমরা আশা করছি আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তার আগমনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে।
বক্তারা আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন। তার শাহাদাতের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়ে দেশের হাল ধরেন এবং পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়া ছিলেন জনপ্রিয় রাষ্ট্রপতি, আর খালেদা জিয়া ছিলেন জনপ্রিয় প্রধানমন্ত্রী এটাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বাস্তবতা। 
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও খুলনা-১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর এজাজ খান, সাহারুজ্জামান মোর্তজা, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
সমাবেশ শেষে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি’র উদ্যোগে একটি বিজয় র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএনপি’র শ্রদ্ধা : মহান বিজয় দিবসের প্রথম প্রহরে গল্লামারি স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেছে মহানগর ও জেলা বিএনপি। মঙ্গলবার সকালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি’র নেতাকর্মীরা। মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা। এর আগে সুর্যোদয়ের সাথে সাথে মহানগরী ও জেলা বিএনপি’র সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

্রিন্ট

আরও সংবদ