খুলনা | শুক্রবার | ১৯ ডিসেম্বর ২০২৫ | ৫ পৌষ ১৪৩২

ডুমুরিয়ার শলুয়ায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক নিহত, পশু চিকিৎসক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক |
১০:৩৮ পি.এম | ১৮ ডিসেম্বর ২০২৫

খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারে দুর্বৃত্তের গুলিতে ইমদাদুল হক মিলন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দেবাশীষ নামের আরেক পশু চিকিৎসকের মাথায় গুলিবিদ্ধ হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ রোকোনুজ্জামান।
নিহত ইমদাদুল হক মিলন খুলনার বর্তমান সময় ডট কম নামের একটি অনলাইনে পোর্টালের সাংবাদিক ছিলেন। এছাড়া তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। শলুয়া মন্দির সড়কেই ইমদাদুল হক মিলনের বাড়ি। এমদাদুল হক মিলন ডুমুরিয়া শলুয়া বাজারের বজলু রহমানের ছেলে।
বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন ইমদাদুল হক। দু’টি মোটরসাইকেলে আসা ৪ দুর্বৃত্ত চায়ের দোকানে নেমেই এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের একটি গুলি ঘটনাস্থলে থাকা স্থানীয় পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের মাথায় বিদ্ধ হয়। তিনি সরে গেলে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে ইমদাদুল হক মিলনের মাথায় বন্দুক ঠেকিয়ে একাধিক গুলি করেন। দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা তাদের দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন। দেবাশীষ বিশ্বাসকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মহানগর পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন। তারা ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোসা উদ্ধার করেছেন।
এ হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কেএমপির উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 

্রিন্ট

আরও সংবদ